সকলের জন্য ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানির নিশ্চিত করা।
সকলের জন্য ২০৩০ সালের মধ্যে উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং মহিলা ও শিশুদের প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়ার সাথে সাথে খোলা স্থানে মলত্যাগ রহিতকরণ।
নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাসমূহের স্থায়ী এবং টেকসই বন্দেবস্ত করা।
হাইড্রো জিওলোজি অনুসারে দুর্গম এবং সমস্যা সংকুল এলাকায় নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
বিভিন্ন ধরনের স্যানিটেশন ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করণ।
NAWASIC (National Water Supply & Sanitation Information Centre) স্থাপন।
সক্ষমতা বৃদ্ধির জন্য মানব সম্পদ উন্নয়ন বেগবান করা এবং পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার রক্ষনাবেক্ষণ এবং পরিচালনা ও উন্নতি সাধনের সাথে যোগসূত্র স্থাপন।
পানির গুনগতমান পরীক্ষণ, নিরীক্ষণ এবং পরীবিক্ষন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।